লকডাউনের মধ‍্যে হাতির তান্ডবে নাজেহাল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার মানুষ

22nd April 2020 বাঁকুড়া
লকডাউনের মধ‍্যে হাতির তান্ডবে নাজেহাল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার মানুষ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  লক ডাউনের মধ্যে যখন খাবার জোগাড় করতে হিমসিম খাচ্ছে এক শ্রেনীর মানুষ তখন ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ থাকা মজুত মিড ডে মিলের চাল খেয়ে চম্পট দিল দুটি হাতি। কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশন হাতির উপদ্রব বারছিল তবে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বড়জুড়ি হাইস্কুলে।  স্থানীয়দের দাবি গতকাল দুটি হাতি খাবারের সন্ধানে আচমকাই ঢুকে পড়ে বড়জুড়ি গ্রাম লাগোয়া হাইস্কুলে। ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ চাল আলু স্কুলেই মজুত  ছিল।  রাতের অন্ধকারে বিনা বাধায় স্কুলে ঢুকে দরজা ভেঙে মজুত থাকা দু বস্তা চাল খেয়ে ছড়িয়ে সাবাড় করে ফেলে হাতি দুটি।  পরে গ্রামেরই একটি বাড়িতে মজুত থাকা ধান খেয়ে নেয় হাতি দুটি। পরে এলাকা ছেড়ে নিশ্চিন্তে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায় হাতি দুটি।  লক ডাউনে এমনিতেই মানুষ গৃহবন্দী।  তার মাঝেই এমন হাতির হানায় আতঙ্কিত এলাকার মানুষ। 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।